কানে নারীকেন্দ্রিক সিনেমার জয়জয়কার

মূল প্রতিযোগিতা বিভাগে এবার ছিলেন ফ্রান্সিস ফোর্ড কপোলা, আলী আব্বাসি, জ্যাক অদিয়াঁর, ক্রোনেনবার্গ, কানাডা, জিয়া জ্যাং-কির মতো হেভিওয়েট নির্মাতারা। কিন্তু সবাইকে চমকে দিয়ে শেষ পর্যন্ত স্বর্ণপাম জিতল মার্কিন নির্মাতা শন বেকারের ছবি। কেবল এটিই নয়, এবারের উৎসবে গুরুত্বপূর্ণ পুরস্কার জয় করা বেশির ভাগই নারীকেন্দ্রিক সিনেমা। পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে গত শনিবার রাতে কান উৎসবের পর্দা নেমেছে। এএফপি, আইএমডিবি অবলম্বনে এবারের গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো নিয়ে লিখেছেন লতিফুল হক