২০১৪ সালে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। এরপর কেটে গেছে দশটি বছর। সামলেছেন মাঝমাঠ। ভক্ত-সমর্থকদের দিয়েছেন অসংখ্য সুখের মুহূর্ত। তবে সময় গেছে ফুরিয়ে। অল্প কিছু দিন পরই বুট জোড়া তুলে রাখবেন এই জার্মান মিডফিল্ডার। তার আগে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু থেকে বিদায় নিয়েছেন ক্রুস।