নির্দিষ্ট পণ্য সমূহের ডিস্ট্রিবিউশন, লজিস্টিকস,সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্র্যান্ডিং, ট্রান্সপোর্টেশন সেবা নিশ্চিতকরণে ‘প্রাণন এক্সপ্রেস লিমিটেড’ এবং ‘রাশেদ এগ্রো অ্যান্ড ফুড’র মধ্যে ৫বছর মেয়াদি একটি ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি প্রাণন এক্সপ্রেস লিমিটেডের মুল কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় প্রাণন এক্সপ্রেসের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুল ইসলাম এবং রাশেদ এগ্রো অ্যান্ড ফুড এর পক্ষে রাশেদ এগ্রো অ্যান্ড ফুডের স্বত্বাধিকারী মোঃ রাশেদুজ্জামান রিপন চুক্তি স্বাক্ষর করেন ।
জানা যায়, ৫বছর মেয়াদি এই চুক্তির আওতায় প্রাণন এক্সপ্রেস লিমিটেড রাশেদ এগ্রো অ্যান্ড ফুড-কে নির্দিষ্ট পণ্য সমূহের ডিস্ট্রিবিউশন, লজিস্টিকস সাপোর্ট,সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্র্যান্ডিং সহ ট্রান্সপোর্টেশন সেবাসমূহ দিয়ে থাকবে।
চুক্তি স্বাক্ষরকালে প্রাণন এক্সপ্রেস লিমিটেডের কর্মরত সকলেই উপস্থিত ছিলেন ।
প্রাণন এক্সপ্রেস লিমিটেড ও রাশেদ এগ্রো অ্যান্ড ফুড’র এই পথচলায় সফলতা কামনা করে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুল ইসলাম বলেন, নির্দিষ্ট পণ্য সমূহের ডিস্ট্রিবিউশন, লজিস্টিকস,সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, মার্কেটিং, ব্র্যান্ডিং, ট্রান্সপোর্টেশন সেবা নিশ্চিতে প্রাণন এক্সপ্রেস পথচলা শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বাণিজ্যিক বিষয়াদি সম্প্রসারণে চুক্তি হয়েছে। এসময় রাশেদ এগ্রো অ্যান্ড ফুড’র সাথে প্রাণন এক্সপ্রেস লিমিটেড পথচলা আরও সুগম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোঃ নাহিদুল ইসলাম।